ফুয়াদের সুরে সাব্বিরের নতুন গান
ফুয়াদের সুরে সাব্বিরের নতুন গান
সাব্বির নাসির গত শতাব্দীর নব্বইয়ের দশকের গানের শিল্পী। অনেক দিন গান থেকে দূরে ছিলেন। বছরখানেক আগে আবার তিনি নতুন করে গানের জগতে যাত্রা করেছেন। এসেই ‘তুমি যদি বলো’, ‘তোমার হবো বলে’, ‘বৈশাখী মেলায়’, ‘ফাগুন আসছে’, ‘হর্ষ’, ‘জল জোছনা’, ‘মৃত জোনাকি’সহ বেশ কিছু গান শ্রোতাদের উপহার দিয়েছেন। বিশেষ করে ইলেকট্রনিক ড্যান্স মিউজিক (ইডিএম) ঘরানার তাঁর গাওয়া গান ‘মৃত জোনাকি’ প্রকাশের পর দর্শক-শ্রোতামহল থেকে… বিস্তারিত
112
Leave a Comment