কৃষিতে ফুলতলাকে বদলে দিয়েছেন নুরুল মাস্টার
কৃষিতে ফুলতলাকে বদলে দিয়েছেন নুরুল মাস্টার
পাহাড়ি জনপদের প্রত্যন্ত দুর্গম গ্রাম ফুলতলায় জন্ম নুরুল ইসলামের। অষ্টম শ্রেণিতে পড়ার সময় শুরু হয় মুক্তিযুদ্ধ। যুদ্ধের সময় মুক্তিবাহিনীরা আশ্রয় নেয় তাঁদের বাড়িতে। বাবার সঙ্গে মুক্তিবাহিনীর সদস্যদের খাওয়াতেন কিশোর নুরুল ইসলাম। স্বাধীনতার পর আবার স্কুলে ভর্তি হয়ে ১৯৭৩ সালে এসএসসি পাস করেন। অভাবের তাড়নায় এরপর আর পড়াশোনা হয়নি। কিন্তু শিক্ষকতা আর কৃষকদের সহায়তা করে বদলে দিয়েছেন গ্রাম।… বিস্তারিত
114
Leave a Comment